দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মালিবাগে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আসামি করে রমনা থানায় মামলা করেছে পুলিশ।

শনিবার রাত ১টায় রমনা থানার এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা নম্বর-১।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বলেন, শনিবার রাত পৌনে ৮টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হল এবং আবুল হোটেলের মাঝামাঝি এলাকায় পেট্রোল বোমা মেরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হাবিবুর রহমান নামে একজন নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় রমনা থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়। তবে মামলার বাদী এসআই জহুরুল ইসলাম রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এজাহার জমা দিয়েছেন।

শিবলি নোমান বলেন, প্রাথমিক তদন্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ আরো কয়েকজনের সর্ম্পক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের নির্দেশনায় দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে তাদের হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় রমনা ও মালিবাগ এলাকার ১৮ দলের স্থানীয় ১৫ নেতাকর্মীদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২০/২৫ জনকে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসবি/ডিসেম্বর ০১, ২০১৩)