গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, রাস্তায় আগুন, অবরোধসহ নাশকতার অভিযোগে পুলিশ ১৯ জনকে আটক করেছে। গাজীপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জয়দেবপুর থানায় ১৬ জন ও কালিয়াকৈর থানায় ৩ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, রাস্তায় আগুন ও ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। সূত্র জানায়, গাজীপুর সদরে ককটেল বিস্ফোরণ, বাঘেরবাজারে রাস্তায় আগুন, কালিয়াকৈরে সিএনজিতে আগুনের চেষ্টা করা হয়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অবরোধকারীরা চোরাগোপ্তা হামলা ও মিছিল করার চেষ্টা করছে। অপরাধীদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানিয়েছেন, শনিবার রাতে কালিগঞ্জ বাইপাস সড়কের মূলগাঁওয়ে নরসিংদীগামী কলাভর্তি একটি চলন্ত ট্রাকে আগুন নিক্ষেপ করে অবরোধকারীরা। আগুন চালকের মুখে লেগে যায়। এতে চালক আহত হন।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস, ডিসেম্বর ০১, ২০১৩)