তামাকমুক্ত আয়ারল্যান্ড!
সর্বশেষ পাওয়া হিসেবে দেখা যায়, আয়ারল্যান্ডের ১৫ বছরের বেশি জনসংখ্যার ২২% নিয়মিত ধুমপান করে।
আগামী ১২ বছরের মধ্যে তামাক ব্যবহারকারীর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে আনার জন্য ৬০টি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, এ সময় তামাক পাওয়া গেলেও দাম হবে বর্তমানের চেয়ে অনেক বেশি। এছাড়াও থাকবে গাড়িতে শিশুদের উপস্থিতিতে ধুমপান না করা এবং নির্দিষ্ট স্থান ব্যতীত ধুমপান করলে জরিমানার হার বৃদ্ধি করা।
সকল ধরনের তামাক জাতীয় পণ্য বিক্রি আরও বেশি তদারকির মধ্যে আনা হবে, সিগারেট ভেন্ডিং মেশিন বন্ধ করা ও তামাকের খুচরা বিক্রেতাদের আরও বেশি তদারকির মধ্যে আনার চেষ্টা করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী ড. জেমস রেইলি জানান, আয়ারল্যান্ডে মৃত্যুর প্রধান কারণ ধুমপান। প্রতিবছর ধুমপানের কারণে কমপক্ষে ৫,২০০ লোক মারা যায়। দেশের মোট মৃত্যুর পাঁচভাগের একভাগ এটি। সূত্র: বিবিসি।
(দ্যারিপোর্ট২৪/জেএম/অক্টোবর ০৪, ২০১৩)