অবরোধে অচল হিলি স্থলবন্দর
হিলি সংবাদদাতা : অবরোধে অচল হয়ে পড়েছে দিনাজপুর হিলি স্থলবন্দর। ফলে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে উভয় সীমান্তে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
কামস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, কয়েক দিনের টানা অবরোধে বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক গন্তব্যে ছেড়ে যেতে পারছে না। এ কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কাস্টমস এর সহকারী কমিশনার মাজেদুর হক জানান, অবরোধের কারণে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সরকারের ২০ থেকে ৩০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. খাজা মুদ্দিন বলেন, বন্দর দিয়ে পাসপোর্টধারী যা্ত্রীদের আসা যাওয়া কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে না পারায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
(দ্য রিপোর্ট/জেআই/এসবি/ডিসেম্বর ০১, ২০১৩)