ছয়দিনের রিমান্ডে তরুণ তেজপাল
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে গোয়ার একটি আদালত। রবিবার তাকে আদালতে হাজির করার পর পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
এর আগে, শনিবার বিকেল সাড়ে চারটায় গোয়ায় ক্রাইম ব্রাঞ্চ কার্যালয় থেকে পুলিশ তাকে ধর্ষণের মামলায় গ্রেফতার করে।
এ মামলার তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চের এক সূত্রে জানা গেছে, তেজপালের স্বীকারোক্তির জন্য তার রিমান্ডে নেওয়া প্রয়োজন ছিল।
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪/এ ও ৩৭৬(২)(কে) আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তেহেলকার এক নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গত সপ্তাহে গোয়া পুলিশ তেজপালের বিরুদ্ধে মামলা করে। তবে তেজপাল তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/ডিসেম্বর ০১, ২০১৩)