তিতুমীর কলেজের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহখালীতে তিতুমীর কলেজের সামনে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে তিতুমীর কলেজের ছাত্রদল অবরোধের পক্ষে একটি মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে জানান কলেজের এক শিক্ষার্থী।
অপরদিকে বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন বলেন, প্রথমে ছাত্রদলের সমাবেশ থেকে পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়। এরপর পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক ছাত্রদল কর্মী আহত ও দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের এক কর্মী। তবে ওসি এবিষয়ে কিছু জানেন না বলে জানান।
এই ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র হৃদয় রায় ও মোখলেছুর রহমান নামের এক পথচারীসহ ২ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়।
মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক মুনীর হোসেন জানান, হৃদয়ের পেটে ও হাতে আঘাত লেগেছে। মোখলেছুর রহমান আঘাত পেয়েছেন মাথায়।
মেট্রোপলিটন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মোখলেসকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন হৃদয় বলেন, তিনি কলেজের সামনে একটি দোকনে ফটোকপি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেল তিনি আহত হন।
(দ্য রিপোর্ট/ডি/জেএম/এমডি/ডিসেম্বর ০১, ২০১৩)