পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার নূরদহ গ্রামে রবিবার সকাল ৯টার দিকে বিড়ি কারখানার এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্রমিকের নাম ইয়াকুব আলী ওরফে রাজা (৪৫)। তিনি উপজেলার আলোকদিয়ার গ্রামের রোকন প্রামাণিকের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ জানান, মোটরসাইকেলযোগে সকালে বিড়ি কারখানায় যাচ্ছিলেন ইয়াকুব আলী ওরফে রাজা। পথে সকাল ৯টার দিকে নূরদহ গ্রামের আব্দুর রহমান মাস্টারের বাড়ির পাশে একদল সশস্ত্র সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার পুলিশ।

ওসি আরও জানান, নিহত ইয়াকুব আলী স্থানীয় মহব্বত বিড়ি তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় চরমপন্থী সন্ত্রাসীদের সঙ্গে কোনো বিরোধের জের ধরে ইয়াকুব আলীকে হত্যা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)