ব্যারিস্টার ফখরুলের জামিন না মঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের জামিন না মঞ্জুর করেছে আদালত।
রবিবার দুপুরে শুনানি হলেও বিকেল তিনটার দিকে এ রায় প্রকাশ করা হয়। গত সোমবার দায়রা জজ জহুরুল হক জামিন শুনানির জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখ্য গত রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত ব্যারিস্টার ফখরুল ইসলামের চারদিন রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন ব্যারিস্টার ফখরুল নিজে রিমান্ড শুনানিতে অংশ নিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সালাহউদ্দীন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ২০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচার চেম্বার থেকে ব্যারিস্টার ফখরুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
(দ্য রিপোর্ট/এ/এপি/ডিসেম্বর ০১, ২০১৩)