শার্শায় দু’গ্রুপের সংঘর্ষে আহত তিন
যশোর সংবাদদাতা : শার্শার সীমান্ত সংলগ্ন মহিষাকুড়া গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কজনক। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সীমান্তের মহিষাকুড়া গ্রামে মাদক ব্যবসা কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী হাকিম ও শাহাবাজ প্রতিপক্ষের তিনজনকে কুপিয়ে আহত করে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজগার আলীর (৪২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মহিষাকুড়া গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
শার্শা থানার ওসি আহমেদ কবির জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, হামলাকারী হাকিম ও শাহবাজ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলার আসামি।
(দ্য রিপোর্ট/জেডএম/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)