‘মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না’
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের মানুষ একতরফা পাতানো নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমেই ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায় করবে দেশের জনগণ। ইনশাল্লাহ্। জনগণের বিজয় অবশ্যম্ভাবী।
রবিবার বিকেলে এক সংবাদ বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি ঘোষিত তফশিল স্থগিত করুন এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের পূনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনী ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে। এই সরকারের রাষ্ট্র শাসনের কোনো নৈতিক অধিকার নেই। সকল আইন ভঙ্গ করে তথাকথিত তফশিল ঘোষণা করে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সকল সরকারী সুযোগ সুবিধা ব্যবহার করে চলেছে। নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করছে। চুক্তি স্বাক্ষর করছে।
তিনি বলেন, নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের গণ দাবীকে উপেক্ষা করে বংশবদ অজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা নির্বাচনের তফশিল ঘোষণা করে সমস্ত জাতিকে এক চরম রাজনৈতিক সংকটে নিপতিত করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সমগ্র জাতি সোচ্চার হয়ে উঠেছে, অকুতোভয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অকাতরে প্রাণ বিসর্জন দিচ্ছে।
গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাজপথ গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার আদায়ের জন্য দূর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের এই ন্যায়সংগত আন্দোলনকে দমন করবার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও তাদের দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা প্রদান ও গ্রেফতার করছে।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় হতে দলের যুগ্ম-মহাসচিব জনাব রুহুল কবীর রিজভীসহ তিন জনকে তালা ভেঙ্গে, ভাঙচুর করে, বর্বরোচিত আচরণের মধ্য দিয়ে মধ্যরাতে গ্রেফতার করেছে। এছাড়া নেতাদের বাড়ি-বাড়ি তল্লাশী ও আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, বাংলাদেশকে চরম অস্থিতিশীলতা ও অনিশ্চয়তায় অন্ধকারে নিক্ষেপ করেছে।
তিনি বলেন, ‘বিরোধী দলকে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক কর্মসূচী পালন করতে দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ। এই রকম চরম অগণতান্ত্রিক পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই উঠতে পারে না।’
আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার হীন উদ্দেশে দেশে এই পরিস্থিতির সৃষ্টি করেছে বলেও আভিযোগ করেন মির্জা ফখরুল।
(দ্য রিপোর্ট/ টি এস/ এমএইচ/ এমডি/ ডিসেম্বর ০১, ২০১৩)