জাবিতে শিক্ষকদের মানববন্ধন
জাবি প্রতিনিধি : তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারি ঐক্য ফোরাম।
রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের মুক্তি দাবি করে বক্তারা বলেন, বিরোধীদলীয় নেত্রীকে মাঠে আন্দোলন করতে বলার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, শামসুল আলম সেলিম, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. সোমা মমতাজ, অধ্যাপক মাফরুহী সাত্তার, কর্মচারি সমিতির সাবেক সভাপতি আয়নাল হক প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একটি মিছিল বের হয়।
(দ্য রিপোর্ট/এএস/এসবি/ডিসেম্বর ০১, ২০১৩)