প্রেস ক্লাবের সামনে বাসে পেট্রোল বোমা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। প্রেস ক্লাবের বিপরীত পাশের রাস্তায় রবিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ওই বাসটিতে পর পর দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হন।
ঘটনায় আহত মনিরুজ্জামান সজল বলেন, ‘সন্ধ্যার দিকে প্রেস ক্লাবের বিপরীত দিকের রাস্তায় একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাসটির টায়ারে আগুন লেগে যায়। আমি আতঙ্কে জানালা দিয়ে লাফ দিই। এ সময় বাম পায়ে ব্যথা পাই। পথচারীরা আমাকে উদ্ধার করে কাকরাইল মোড়ের ইসলামী হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল জলিল বলেন, ‘দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসের সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
এর আগে শাহবাগ থানা এলাকার শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহণের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় ১৯ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ২জন হাসপাতালে মারা যান।
(দ্য রিপোর্ট/কেজেএন/আইজেকে/ডিসেম্বর ১, ২০১৩)