আবারও শীর্ষে সাকিব
দ্য রিপোর্ট প্রতিবেদক : আবারও আইসিসির ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানে উঠেছেনসাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় এক নাম্বারে ফিরেছেন বাঁহাতি এই ক্রিকেটার। সেপ্টেম্বরে সিংহাসন চ্যুত হওয়ার পর ডিসেম্বরেই দখল করেছেন হারানো স্থান।
পুরো বছর জুড়েই ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেরা স্থান দখলের লড়াই হয়েছে সাকিব-হাফিজের মধ্যে। কখনো সাকিব এক নাম্বার হয়ে যান। কখনো আবার সাকিবকে হটিয়ে সেরা
অলরাউন্ডার হয়েছেন হাফিজ। জানুয়ারিতে সাকিবের শীর্ষস্থান কেড়ে নিয়েছেন হাফিজ। গত মার্চে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সুবিধা করতে পারেননি হাফিজ। তাই জায়গা ছেড়ে দিতে হয়েছে সাকিবকে। এবার আসন ছাড়ার পালা আসে সাকিবের। জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব ব্যর্থ হওয়ায় আবার হাফিজ শীর্ষস্থানে ফেরেন। জুনে আবার শীর্ষস্থানে বসেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজের ব্যর্থতা সাকিবকে আবার নিজের আসনে ফেরায়।
সেপ্টেম্বরে এবার জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে হাফিজ দুর্দান্ত নৈপুন্য দেখালে সাকিবকে আসন থেকে সরে যেতে হয়। এবার আবার সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২ ম্যাচে ৬.৫০ গড়ে
১৩ রান ও বল হাতে ২ ম্যাচে ১ উইকেট নিয়ে ব্যর্থ হন। সাকিব আবার শীর্ষস্থানে ফেরেন।
সাকিবের চেয়ে ছয় রেটিং কম হাফিজের। সাকিব রেটিং পেয়েছেন ৩৭৬। আর হাফিজ ব্যর্থ হওয়ায় তার রেটিং ৩৭০। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডেঙ্গু জ্বরের জন্য খেলতে পারেননি সাকিব। তা না হলে রেটিং আরও বেশি হতো সাকিবের।
(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)