ইন্দোনেশিয়ান ওপেনে সিদ্দিক চতুর্থ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ইন্দোনেশিয়ান ওপেনে শনিবার তৃতীয় দিন তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে অষ্টম স্থানে ছিলেন সিদ্দিকুর রহমান। চূড়ান্ত দিনে আরো চার ধাপ এগিয়ে দারুণভাবে শেষ করেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। হয়েছেন চতুর্থ।
অথচ প্রথম রাউন্ড শেষ করেছিলেন ৪৩তম স্থানে থেকে। রবিবার শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলে চমকে দিয়েছেন তিনি। আসরে সিদ্দিকুর সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলেছেন। আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গগনজিত ভুলার। তিনি পারের চেয়ে ১৬ শট কম খেলেছেন; সঙ্গে জিতেছেন ৭ সাত লাখ মার্কিন ডলার।
চতুর্থ রাউন্ডে সিদ্দিকুরের শুরুটা হয়েছিল অসাধারণ। প্রথম ৪ হোলের ৪টিতেই ‘বার্ডি’ করেছেন সিদ্দিকুর। বাকি হোলগুলোতে আরো দুটি বার্ডি করলেও দুটি ‘বোগি’ও করেছেন। এর আগে প্রথম রাউন্ডে সিদ্দিকুর খেলেছিলেন পারের সমান শট। কিন্তু প্রথম রাউন্ডের কালিমা ঢেকে দিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডে পারের চেয়ে ৬ শট কম খেলে ওঠেছেন অষ্টম স্থানে। ফাইনাল রাউন্ডের আগে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে হয়েছেন অষ্টম।
এর আগে ভারতে ৯ নভেম্বর দিল্লিতে হিরো ইন্ডিয়া ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। এটা ছিল তার পেশাদার ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা। সেখানে জিতেছেন প্রায় দেড় কোটি টাকার প্রাইজমানি। এর আগে ব্রুনাই ওপেনে এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা জিতেছিলেন ২০১০ সালে। তা ছিল পেশাদার গলফে কোনো বাংলাদেশির প্রথম শিরোপা।
২১-২৪ নভেম্বর অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ক্লাবে অনুষ্ঠিত বিশ্বকাপ গলফে ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। তবে বিশ্বসেরা আসরে তিনি প্রথম বাংলাদেশি গলফার হিসেবে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন।
৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ১৩ লাখ ডলারের হংকং ওপেন। সেখানেও দেখা যাবে দেশসেরা গলফারকে।
(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ১, ২০১৩)