লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী

মঙ্গলবার লেনদেন শুরুর ৩০ মিনিট পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে তিন হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১২টির এবং অপরির্বতিত রয়েছে আটটি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট কমে তিন হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ১৬৭ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৭ কোটি টাকা।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২২, ২০১৩)