দ্য রিপোর্ট প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিরোধী দলের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তিনি অবিলম্বে সংলাপে বসে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্যও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ডা. বদরুদ্দোজা চৌধুরী রবিবার বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, বিরোধী দলের প্রতি মুহূর্মুহু চ্যালেঞ্জ দেওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিকভাবে সমীচীন হয়নি। তার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য একজন প্রধানমন্ত্রীর জন্য শোভন নয়।

বি চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, রাস্তায় নামার জন্য কেন আহ্বান করছেন, তা বোঝা যায় না! কারণ রাস্তা থেকে সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে। তারা জানলার গ্রিল কেটে দলটির চেয়ারপারসন, মহাসচিবসহ অন্যান্য নেতাদের কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করেছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী ও অন্য এক নেতাকে গ্রেফতার করেছে। যা কোনো রাজনৈতিক সরকারের জন্য শোভনীয় নয়। আমি সরকারের এই সব অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বিবৃতিতে দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এই মুহূর্তে রুহুল কবির রিজভী ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রীকে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা করে নজীর স্থাপনেরও দাবি জানান।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ০১, ২০১৩)