ডিজাইনার দীপিকা
শীঘ্রই ডিজাইনার হিসেবে আবির্ভূত হচ্ছেন এই বলিউড তারকা এমন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় ওয়েব সাইট মুভি টকিজ ডট কম।
কদিন আগেই তাকে দেখা গেছে ফ্যাশন তীর্থ মিলান শহরে। নিজের ডিজাইনে সীমিত কিছু পোশাক নিয়ে একটি ফ্যাশন হাউজ শুরু করছেন এ গুজব বিস্তৃত হচ্ছিল কিছুদিন ধরে। এবার মিলল এর সতত্যা।
দীপিকার কথা, ‘পোশাক নিয়ে মাথায় অনেক আইডিয়া আছে আমার। অবশ্য তা বাস্তবে রূপ দেয়া কঠিন। কিন্তু সাহায্য করার মানুষ পাশে থাকলে জলদিই কিছু করে ফেলব আমি।’
এবার কোন নজরকাড়া চড়া দামের পিরান দেখলে এখন থেকে প্রশ্ন আসতে পারে, এটার ডিজাইনার কি বলিউড মাতানো মেয়েটির? কারণ দীপিকা পাডুকন বলেছেন, ‘অনেক ভিড়েও আলাদা চেনায় এমন পোশাক তৈরির ইচ্ছে আছে আমার।’ সূত্র: মুভি টকিজ ডট কম
(দ্যারিপোর্ট২৪/এইচএস/জেএম/অক্টোবর ০৪, ২০১৩)