জাবি প্রতিবেদক : আবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে গ্রামীণফোন অপারেটর (০১৭৮৬৩২১২৫১) থেকে উপাচার্যের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উপাচার্যকে এ হুমকি দেয়া হয়। এসএমএসে লেখা ছিলো, উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তাকে হত্যা করা হবে এবং তার বাসায় কাফনের কাপড় পাঠিয়ে দেয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘আমি এসব মৃত্যুর হুমকিতে ভয় পাই না। বর্তমানে জামায়াত-শিবির দেশে যে অরাজকতার সৃষ্টি করেছে তাতে এ হুমকি ছোট করে দেখার সুযোগ নেই। আমি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে অবহিত করতে চাই।’

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে তিনি জানান।

বর্তমানে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়ে ঢাকাতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।

উল্লেখ্য, উপাচার্যকে এই একই নম্বর থেকে আগেও এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এইচএস/এমসি/ডিসেম্বর ০১, ২০১৩)