দ্য রিপোর্ট প্রতিবেদক : যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের সময় তছনছ হওয়া দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ ব্যাপারে দলীয় একটি সূত্র জানিয়েছে, চলমান অবরোধ কর্মসূচি শেষে যেকোনো সময় দলীয় প্রধান দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করবেন।

নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার গভীর রাতে রিজভী আহমেদকে শাহবাগ থানায় দায়ের করা বাস পোড়ানো মামলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে।

বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ, ওইদিন রাত সাড়ে তিনটার দিকে ডিবি পুলিশের একটি টিম মইয়ের সাহায্যে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের দোতলায় ওঠে। এরপর লোহা কাটার যন্ত্র দিয়ে দরজার তালা কেটে তারা ভেতরে প্রবেশ করে। এ সময় পুলিশ কার্যালয়ের দোতলায় বিএনপি চেয়ারপারসনের অফিস কক্ষের দরজা ভেঙ্গে ফেলে। এ ছাড়া পুলিশ ওই কক্ষে চেয়ারপারসনের বসার চেয়ারসহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। এবং দলের মহাসচিবের কক্ষসহ অন্যান্য কক্ষও ব্যাপক ভাঙচুর ও তছনছ করে করে বিএনপির অভিযোগ।

উল্লেখ্য, ওইদিন ভোর থেকেই দেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে টানা ৭২ ঘণ্টা অবরোধ চলছে। অবরোধের কারণে দলের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও তছনছের শিকার হলেও দলীয় প্রধান খালেদা জিয়া সেখানে যাননি।

বিএনপির দলীয় সূত্র জানায়, ভাঙচুর ও তছনছের শিকার কার্যালয়টি ওই অবস্থাতেই পড়ে রয়েছে। এর মাঝে কোনো সংস্কারেরও উদ্যোগ দল নেওয়া হয়নি। দলীয় প্রধান না যাওয়া পর্যন্ত ওই অবস্থাতেই দলের অফিস থাকবে বলেও সূত্রটি জানায়।

এদিকে, রোববার রাতে গুলশানে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় দলের ভাইস চেয়ারম্যান সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ এবং বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান দেখা করেন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/আইজেকে/ডিসেম্বর ০২, ২০১৩)