ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২, আহত ২৫
দ্য রিপোর্ট ডেস্ক: ইরাকে রবিবার একটি শেষকৃত্যানুষ্ঠানে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ইরাকে আল-কায়েদা বিরোধী একজন উপজাতি নেতার ছেলের শেষকৃত্যানুষ্ঠানে ওই হামলা চালানো হয়। খবর দ্য ডনের।
পুলিশ জানিয়েছে, শনিবার মুদের আল-শাল্লাল আল-আরাকি তার বাড়ির সামনে রাস্তার পুতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। আর রবিবার ওই ব্যক্তিকে কবর দেওয়ার ঠিক আগ মূহূর্তে এই হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলে তার আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
সাহওয়া সম্প্রদায়ের ওই ব্যক্তি একজন মিলিশিয়া নেতা হিসেবে দায়িত্বরত ছিলেন। এই উপজাতি সম্প্রদায় ২০০৬ সাল থেকে ইরাকে আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন বাহিনীকে সহায়তা করছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর ২০০৮ সালের পর এ বছর দেশটিতে সহিংসতার ঘটনায় ১০ হাজার লোক নিহত হয়েছে।
(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ০২, ২০১৩)