দ্য রিপোর্ট ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভারীবর্ষণে কারণে সৃষ্ট এক ভূমিধসে নয় জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

সুতোপো পারও নুগরোহ নামে একটি দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার আগ্নেয়গিরির পার্শ্ববর্তী গুনডালিং গ্রামে এই ভূমিধসের ঘটনায় কয়েকটি বাড়ি মাটি চাপা পড়েছে। তারা জানিয়েছে, শনিবার মাটির নিচে চাপা পড়া অবস্থায় একজন মা ও তার দুই বছরের সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ১০ বছর বয়সী এক শিশুসহ অন্য সাতজনের মৃতদেহ রবিবার পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ায় ভারীবর্ষণের কারণে প্রতিবছরই ভূমিধস এবং তাৎক্ষণিক বন্যার ঘটনা ঘটে থাকে। আর ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির লাখ লাখ মানুষ পাহাড়ের নিকটবর্তী চাষাবাদের উপযুক্ত জমির আশেপাশে বসবাস করে।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসেম্বর ০২, ২০১৩)