দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়ার সরকারি বাহিনীর বোমা হামলায় উত্তরাঞ্চলীয় শহর আলোপ্পোর কাছে ৫০ জন নিহত হয়েছেন। আন্দোলনকারীরা রবিবার জানিয়েছে, সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ব্রিটিশভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলোপ্পোর পূর্বাঞ্চলে আল-বাব শহরে একটি বেকারির কাছে বোমাবর্ষণের ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।

এদিকে সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, রবিবার একই ধরনের আরেকটি হামলায় ২৬ জন নিহত হয়েছে। তিনি জানিয়েছেন, সরকারি বাহিনী আল-বাব শহরে বিরোধীদের একটি ভবনকে লক্ষ্ করে বোমা হামলা চালায়। কিন্তু সেটি লক্ষ্যচুত হয়ে একটি মার্কেটে আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সরকারি বাহিনী কয়েকজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার সবচেয়ে বড় শহর ও বাণিজ্য নগরী আলোপ্পো বিরোধীদের শক্ত ঘাটি। আর সরকারি বাহিনী এই শহরের নিয়ন্ত্রণ নিতে গত বছর থেকে এখানে আকাশ থেকে বোমা হামলা করে আসছে।

(দ্য রিপোর্ট/আদসি/আইজেকে/ডিসেম্বর ০২, ২০১৩)