দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুবায়েত হোসেন ও নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম আহম্মদ।

সোমবার মধ্য রাতে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ওসি এসএম মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসায়ও অভিযান চালায় পুলিশ।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেন, পুলিশ তাকে না পেয়ে তার ছোট ভাই সিটি কাউন্সিলর খোরশেদের অফিসে অভিযান চালায়। তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।

নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত তিনবার তার বাসায় অভিযান চালায় পুলিশ। প্রথমবার ইউনিফর্ম পরা অবস্থায় এবং দ্বিতীয় ও তৃতীয়বার সাদা পোশাকে তারা আমার বাসায় অভিযান চালায়।

তিনি অভিযোগ করেন, সাদা পোশাকধারীরা তার বৃদ্ধ মা-বাবাকে শাসিয়েছেন। ‘কামাল বেশি বাড়াবাড়ি করছে। তাকে ধরে এনে জীবনের শিক্ষা দেওয়া হবে’ বলে হুমকি দেন তারা।

সাদা পোশাকধারীরা পুলিশ নয়, অন্য কেউ হতে পারে বলে কামাল জানান।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএআর/জেএম/অক্টোবর ২২, ২০১৩)