দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের বিরোধী নেতা সুথেপ থাওগসুবান বলেছেন, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে আমি দেখা করেছি। সেখানে সেনা পৃষ্ঠপোষকতায় ওই বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়নি। আমি তাকে দুই দিনের সময় বেঁধে দিয়েছে। খবর বিবিসির।

সুথেপ বলেন, আমি তাকে ‘ক্ষমতা জনগণের হাতে’ ফিরিয়ে দিতে বলেছি। তবে এই বেঁধে দেওয়া সময় শেষে তারা কী পদক্ষেপ নেবেন সেটি তিনি জানাননি।

তিনি আরও জানান, তিনবাহিনীর প্রধানের উপস্থিতিতে এক অজ্ঞাত স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ওই বৈঠক হয়।

দেশটির প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে আট দিন ধরে আন্দোলন চলছে। এ সময় বিক্ষোভ চলাকালে চারজন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

এদিকে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা রবিবার দিনটিকে ‘ভি-ডে’ বা ভিক্টোরি ডে উল্লেখ এই আন্দোলনকে ‘জনগণের ক্যু’ হিসেবে অভিহিত করেছে।

তারা বলছেন, ইংলাকের সরকারকে নিয়ন্ত্রণ করছে তার ভাই নির্বাসিত থাকসিন সিনাওয়াত্রা। আর তাই তারা এই সরকারের পরিবর্তে ‘পিপলস কাউন্সিল’ প্রতিষ্ঠা করতে চায়।

এদিকে পুলিশ জানিয়েছে, প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী সরকারি বিভিন্ন ভবনে জড়ো হয়েছিল।

(দ্য রিপোর্ট/আদসি/আইজেকে/ডিসেম্বর ০২, ২০১৩)