আজ মনোনয়নপত্র দাখিলের শেষদিন
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের বিকাল ৫টার মধ্যে রির্টানিং অফিসারদের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
রবিবার সন্ধ্যায় নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, ‘তফসিলের আগের তারিখই অপরিবর্তিত আছে। ২ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে, সে সিদ্ধান্তই বলবৎ রয়েছে।’
এর আগে, নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের মুখোমুখি অবস্থানে রাজনৈতিক সমঝোতা হলে তফসিলে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন সিইসি।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৫ ও ৬ ডিসেম্বর। আর ১৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
(দ্য রিপোর্ট/এমএস/এফএস/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)