দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির তুসকানি এলাকার প্রাতো শহরে একটি চীনা মালিকানাধীন পোশাক কারখানায় আগুন লেগে অন্তত সাতজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

কারখানার চিলেকোঠায় এই আগুন লাগে। আগুন লাগার সময় সেখানে ১১ জন ঘুমাচ্ছিল। আগুন লাগার ফলে চিলেকোঠার ছাদ ভেঙে পড়ে বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী তুসি দেশটির সংবাদ সংস্থা এনসাকে জানান, তিনি ওই কারাখানা থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। এসময় চীনা শ্রমিকরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে দমকল বাহিনীর সূত্রে জানা গেছে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)