ইস্টার্ন ক্যাবলসের বোর্ড সভা শনিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৭ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় সভায় কোম্পানির ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবেন পরিচালনা পর্ষদ। লিস্টিং রেগুলেশন অনুযায়ী এদিন সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২, ২০১৩)