ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলায় বিক্ষিপ্ত সংষর্ষের মধ্য দিয়ে হরতাল চলছে। নেতাকর্মীদের উপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ভালুকা উপজেলা বিএনপি। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে রেজা আলীর মনোনয়ন বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে ‘বহিরাগত হটাও আন্দোলন কমিটি’র নামে উপজেলা আওয়ামী লীগ।

হরতাল সমর্থকরা ভোরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। ভালুকার মোড়ে মোড়ে ১৮ দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। রিকশা ছাড়া সব যানচলাচল বন্ধ রয়েছে।

ভালুকা থানার ওসি জানান, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বর্তমান এমপি রেজা আলীর মনোনয়ন বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বহিরাগত হটাও আন্দালন কমিটির নামে উপজেলা আওয়ামী লীগ। হরতাল সফল করতে নেতাকর্মীরা উপজেলা সদরের বাসস্টেশনে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একে/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)