নীলফামারীতে গাড়ি ভাঙচুর
নীলফামারী সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয়দিন সোমবার নীলফামারীতে গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। সোমবার সকাল থেকেই নীলফামারীর বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। জেলার বিভিন্ন সড়কে একাধিক মোটরসাইকেল ভাঙচুর করে অবরোধকারীরা।
আরডিআরএস মোড়ে সকালে একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে ফলে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও শহরে উত্তেজনা বিরাজ করছে। নাশকতার আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
(দ্য রিপোর্ট/এএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৩)