পাকিস্তান দল ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : দুবাইতে আসন্ন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে টোয়েন্টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন নাসির জামশেদ ও আব্দুর রহমান। তাদের জায়গায় দলে অন্তর্ভূক্ত হয়েছেন জুলফিকার বাবর, হারিছ সোহেল ও সারজিল খান।
গত ২টি টোয়েন্টি২০ সিরিজে ৩টি ম্যাচ খেলে মাত্র ৫৬ রান সংগ্রহ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাসির জামশেদ। ফলে দল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় ওপেনার সারজিল খান দলে জায়গা পেয়েছেন। তাছাড়াও দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হারিছ সোহেল।
দলে ফিরেছেন আঙ্গুলে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টোয়েন্টি২০ সিরিজ খেলতে না পারা বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। বাদ পড়েছেন তার জায়গায় গত সিরিজে খেলা আরেক বাঁহাতি স্পিনার অব্দুর রহমান।
পারিবারিক কারণে আফগানিস্তানের সঙ্গে ৮ ডিসেম্বর হতে যাওয়া টোয়েন্টি২০ ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাঈদ আজমল।
আফগানিস্তানের সঙ্গে খেলার পর ১১ ও ১৩ ডিসেম্বর ২টি টোয়েন্টি২০ ডে-নাইট ম্যাচ খেলবে পাকিস্তান।
স্কোয়াড: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সারজিল খান, সোহাইব মাকসুদ, ওমর আমিন, ওমর আকমল, শহিদ আফ্রিদি, জুলফিকার বাবর, বিলাওয়াল ভাট্টি, জুনায়েদ খান, সোহেল তানভির, আনোয়ার আলি, সাঈদ আজমল, হারিস সোহেল, জুলফিকার বাবর।
(দ্য রিপোর্ট/এমআই/ডিসেম্বর ০২, ২০১৩)