নাটোর সংবাদদাতা : জেলার কানাইখালি এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে সুজন আহমেদ নামে একজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ হরতাল ও অবরোধবিরোধী মিছিল বের করে। অন্যদিকে, বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল দুটি কানাইখালি এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে সুজন আহমেদ নামে একজন নিহত হন।

বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক নিহত সুজন আহমেদকে তাদের কর্মী বলে দাবি করেছেন। তিনি জানান, সুজন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।

তিনি আরো জানান, সুজন হত্যার প্রতিবাদে মঙ্গলবার জেলায় আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার নাহিদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, সুজন হত্যার প্রতিবাদে কানাইখালি এলাকায় দুপুর ১টা ৫০ মিনিটে আফজাল ও রুবেল নামে দুই আওয়ামী লীগকর্মীর বাড়িতে আগুন দিয়েছে বিএনপি সমর্থকরা।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএআর/ডিসেম্বর ০২, ২০১৩)