দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব এইডস দিবসে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসও সাজানো হয়েছিল বিশেষ সাজে।

দিবসটি উপলক্ষ্যে হোয়াইট হাউসের দরজায় টানানো হয় বিশাল একটি রেড রিবন। বিশ্বজুড়ে এইডসের প্রতীক হিসেবে ধরা হয় রেড রিবন বা লাল ফিতাকে।

প্রতিবারের মতো রবিবার সারা বিশ্বে ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষ্যে সারা বিশ্বে নেওয়া হয়েছিল নানা উদ্যোগ। সূত্র: ইউপিআই।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)