চাঁদপুরে সংঘর্ষে আহত ১০, আটক ১৩
চাঁদপুর সংবাদদাতা : জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
টানা অবরোধের তৃতীয় দিন সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপি-জামায়াতকর্মীরা একটি মিছিল নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। এসময় বিএনপি-জামায়াতের ১০ কর্মী আহত হয়।
এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় ভোর থেকে গাছ ও গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে ১৮ দলের সমর্থকরা।
এদিকে, দুপুরে আবারও ৫৯ ঘণ্টা অবরোধের ঘোষণায় হাজীগঞ্জ বাজারে বিএনপি-জামায়াত সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার রাতে চাঁদপুর-লাকসাম রেল লাইনে নাশকতার অভিযোগে জিআরপি থানায় ৪২ জন নামধারী ও অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে রেল কর্তৃপক্ষ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই মামলায় রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজেবি) মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমবি/এমএআর/ডিসেম্বর ২, ২০১৩)