দ্য রিপোর্ট ডেস্ক : ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে সোমবার সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি।

মিসবাহ বলেছেন, ‘দুবাইয়ে সিরিজ হারার পর আমরা অনেক চাপের মধ্যে ছিলাম। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের মাটিতে ২০ বছর পর সিরিজ জয়ে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে সামগ্রিক পারফরম্যান্সে আমরা খুশি না।’

ব্যাটিং দুর্বলতার বিষয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন ও আমাদের ব্যাটসম্যানদের কঠোর পরিশ্রম করতে হবে।’

সাঈদ আজমল আসন্ন সিরিজ সম্পর্কে বলেছেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সবসময়ই ভালো সিরিজ হয়। আশা করি এবারও হবে। আর আমাদের ব্যাটসম্যানরা এই সিরিজে ভালো খেলবে বলে আশা করি।’

(দ্য রিপোর্ট/এমআই/ডিসেম্বর ০২, ২০১৩)