দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের সুবিধার্থে প্রাথমিক গণপ্রস্তাব (আইপও) প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিভাবে এ প্রক্রিয়া সহজ করা যায় সে বিষয়ে মতামত নিতে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি।

সোমবার সকাল ১১টা ৫ মিনিটে বিএসইসির সভাকক্ষে শীর্ষ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার আরিফ খান। এছাড়া বৈঠকে শীর্ষ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক বৈঠক করে সবার মতামত নিয়ে আইপিও প্রক্রিয়া সহজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিএসইসি সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে বিএসইসির কমিশনার আরিফ খান দ্য রিপোর্টকে বলেন, ‘বিনিয়োগকারীদের সুবিধার্থে আইপিও প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় তা নিয়ে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। অনেকগুলো বিকল্প বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে এটাই প্রথম বৈঠক। বিএসইসি চিন্তা করছে কিভাবে আইপিও প্রক্রিয়া আরও সহজ করা যায়। বিশেষ করে আইপিওর পুরো প্রক্রিয়া কিভাবে সংক্ষিপ্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে আইপিও প্রক্রিয়া শেষ করতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগে। এ প্রক্রিয়ার সময়টা কমিয়ে এনে কোম্পানিগুলোকে কিভাবে দ্রুত তালিকাভুক্ত করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে বিএসইসি। এছাড়া বিনিয়োগকারীরা যাতে দ্রুত রিফান্ড ওয়ারেন্ট পান এবং রিফান্ড প্রোসেসের মধ্যে যে জটিলতা আছে তা দূর করার চেষ্টা চলছে। এতে কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রক্রিয়া দ্রুত হবে। এ বৈঠকই শেষ নয়। স্টেকহোল্ডারদের সঙ্গে আরও বৈঠক হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘আইপিও প্রক্রিয়া কিভাবে সহজ করা যায় তা নিয়ে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় সম্পূর্ণ আইপিও প্রক্রিয়ার সময় কমিয়ে আনা, রিফান্ড জটিলতা ও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজতর করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সিএসইর পক্ষ থেকে আরও প্রস্তাব দেওয়া হবে।’

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) জোবায়দা নাসরিন দ্য রিপোর্টকে বলেন, ‘আইসিবির পক্ষ থেকে যে কোনও কোম্পানির আইপিও প্রক্রিয়া অর্থাৎ প্রসপেক্টাস দাখিল থেকে শুরু করে তালিকাভুক্ত হতে যেসব জটিলতা রয়েছে তা দূর করার প্রস্তাব দেওয়া হয়েছে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ দ্য রিপোর্টকে বলেন, ‘বিনিয়োগকারীদের সুবিধার্থে আইপিও প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন মেথডোলজি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ের ওপর অনেকগুলো প্রস্তাব দিয়েছি। বৈঠকে বিএসইসির পক্ষ থেকে স্টেকহোল্ডারদের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। এ বৈঠকে উত্থাপিত বিষয়সহ আগামী সপ্তাহে আরও প্রস্তাব লিখিতভাবে বিএসইসির কাছে দেওয়া হবে। তবে সবারই একটি কমন প্রস্তাব ছিলো। তা হলো- বর্তমানে যে কোনও কোম্পানির আইপিওর প্রক্রিয়া থেকে শুরু করে তালিকাভুক্তি পর্যন্ত যে দীর্ঘ সময়ক্ষেপণ হয় তা কমাতে হবে। প্রয়োজনে ক্যাপিটাল ইস্যু রুলস সংশোধন হতে পারে।’

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/ডিসেম্বর ০২, ২০১৩)

দুইবার পঠিত