পড়ন্ত মানব তারকা!
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে ৬৩ জন নারী আকাশ থেকে এক সঙ্গে স্কাইডাইভের মাধ্যমে ঝাঁপ দিয়ে মানব তারকা তৈরি করে বিশ্বরেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। মার্কিন প্যারাসুট অ্যাসোসিয়েশন এ খবর জানিয়েছে।
মার্কিন প্যারাসুট অ্যাসোসিয়েশনের ক্রিয়া প্রচার বিষয়ক পরিচালক ন্যান্সি কোরিন জানান, অ্যারিজোনার রাজধানী ফিনিক্স থেকে ৬৫ মাইল দক্ষিণ-পূর্ব দিকে এলোয় এলাকায় শনিবার তারা ১৮ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এসব নারীরা তিনটি বিমানে চড়ে এসে ওই জায়গায় পৌঁছানোর পর একসঙ্গে ঝাঁপ দেন বলে ন্যান্সি জানিয়েছেন।
এর আাগে ২০১০ সালে একসঙ্গে ৪১ জন নারী স্কাইডাইভের মাধ্যমে ঝাঁপ দিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন বলে জানান ন্যান্সি। সূত্র : ডেইলি মেইল
(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/ডিসেম্বর ০২, ২০১৩)