যশোর সংবাদদাতা : যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রথমবর্ষের শিক্ষার্থীরা। কলেজ ছাত্রাবাসে রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র সুমন, আকাশ, ফয়সাল ও শুভ। গুরুতর আহতাবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কলেজ অধ্যক্ষ বিষয়টি দেখবেন বলে জানালে তারা ফিরে আসেন।

আহত শুভ জানান, রবিবার রাতে তাদের সঙ্গে ছাত্রাবাসের ম্যানেজার নির্ধারণ নিয়ে প্রথমবর্ষের ছাত্রদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রথমবর্ষের ছাত্ররা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

অধ্যক্ষ রণজিৎ কুমার ঘোষ জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এইচএসএম/ডিসেম্বর ০২, ২০১৩)