দ্য রিপোর্ট প্রতিবেদক : রেলপথে নাশকতা রোধে তথ্য দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে রেল মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

নাশকতার কোন তথ্য থাকলে ০১৭১১৬৯১৫৬৪, ০১৭১১৬৯১৫৫১, ০১৭১১৬৯১৬২১, ০১৭১১৬৯১৬০৪ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেল বাংলাদেশের জাতীয় সম্পদ। একে রক্ষা করা সকলের দায়িত্ব। জনগণের এই সম্পদ রক্ষা করতে রেলে যেকোনো ধরনের নাশকতা রোধে ফোনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, বিরোধী জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে রেললাইন উপড়ে ফেলা ও রেলে আগুন দেওয়াসহ নানা নাশকতামূলক কার্যক্রম চালানোর কারণে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে।

(দ্য রিপোর্ট২৪/আরএমএম/এইচএস/জেএম/ডিসেম্বর ০২, ২০১৩)