জবি প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নিয়ন্ত্রণে জাতীয় পার্টি (জাপা) নেই বলে দাবি করেছেন দলটির যুগ্ম-মহাসচিব আলমগীর শিকদার লোটন।

রাজধানীর বাংলাবাজারে সোমবার দুপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাচারিতায় এ দাবি করেন তিনি।

আলমগীর শিকদার লোটন বলেন, অদৃশ্য একটি বলয়ের কারণে জাতীয় পার্টি এরশাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন তারাই নব্বইয়ে মন্ত্রী ছিলেন। এদের কারণেই এরশাদের পতন হয়েছিল। এরশাদ তাদের থেকে বেরুতে পারছেন না বলেই একটি ‘পাতানো’ নির্বাচনে অংশ নিচ্ছেন।

চলমান রাজনৈতিক সংহিসতার দায় জাতীয় পার্টি এড়াতে পারবে না জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জনমত হারিয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ, বিএনপির সঙ্গে জাতীয় পার্টিকেও মানুষ হত্যার দায় নিতে হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে এ অবস্থা তৈরি হতো না।

জাপার এই নেতা বলেন, অনেক নেতাকর্মী মানসিকভাবে বিপর্যস্ত। তারা অনেকেই সংগঠনে কর্মহীন হয়ে পড়েছে। এদের অনেককে মোটা অংকের টাকার বিনিময়ে মনোনয়ন দেয়ার চেষ্টা করেও রাজি করাতে পারেননি এরশাদ।

বর্তমানে তৃণমূলের নেতাকর্মীরা এরশাদের সঙ্গে নেই বলেও দাবি করেছ্নে তিনি।

(দ্য রিপোর্ট/এলআরএস/ এসবি/ডিসেম্বর ০২, ২০১৩