সমঝোতার সুযোগ শেষ হয়নি : ওবায়দুল কাদের
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের সঙ্গে সমঝোতার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সমঝোতার জন্য বিদেশি কূটনৈতিক ও রাজনীতিবিদরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
বিরোধী দলের আন্দোলন উগ্রবাদীদের হাতে চলে গেছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘অবরোধের সময় বাড়ানোর কারণে তা আরো দৃঢ়ভাবে উগ্রবাদীদের হাতে চলে যাবে।’
তিনি আরো বলেন, ‘সহিংসতার কারণে এটা সৃষ্টিকারীদের দেশি-বিদেশি সহযোগীরা খুশি হয়েছে। কারণ তারা বাংলাদেশকে ঈর্ষা করে।’
সহিংসতার ক্ষতি সহজে পোষাবার নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘নাশকতায় যোগাযোগ ও শিক্ষাখাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘পরিস্থিতি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা বলা যাবে না।’
জরুরি অবস্থা জারির সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে চিন্তা করছি না।সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে।’
বিএনপিকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সমঝোতায় না এলে দেশ উগ্রবাদীদের হাতে চলে যাবে।’
(দ্য রিপোর্ট২৪/আরএমএম/এ্ইচএস/ডিসেম্বর ০২, ২০১৩)