দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় থেমে থেমে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থনকারীরা।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির জনতা ব্যাংকের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের পর থেকে এই ঘটনাগুলো ঘটে।

এলিফ্যান্ট রোডের বাটা সিগনালে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থনকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

তার কিছুক্ষণ পরেই নর্থসাউথ রোডে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশের সঙ্গে অবরোধ সমর্থনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে পল্টন মোড়ে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গুলশান-২ এ ৩টা ৩৫ মিনিটে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থনকারীরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে গুলশান থানা পুলিশ। তাদের নাম জানা যায়নি।

রাজধানীর খিলগাও নন্দিপারার বোদ্ধমন্দিরের সামনে একই সময়ে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এই সময় অবরোধ সমর্থনকারীরা একটি সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/ডি/এমসি/ডিসেম্বর ০২, ২০১৩)