বিআইএফসি’র রাইটের আবেদন নাকোচ
দ্য রিপোর্ট প্রতিবেদক: কোম্পানিতে ঋণ খেলাপী পরিচালক থাকায় বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এর রাইট শেয়ারের আবেদন নাকোচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৬ আগষ্ট বিআইএফসির পরিচালনা পর্ষদ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। এজন্য ২০ ডিসেম্বর বিশেষ সাধারণ সভার (ইজিএম)মাধ্যমে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হয়। কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস-২০০৬ এর ৩(এফ) ধারা পরিপালনে ব্যর্থ হয় বিআইএফসি। পরিচালকদের মধ্যে ঋণ খেলাপী থাকায় এ কোম্পানির রা্ইট শেয়ারের আবেদন নাকোচ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার ডিএসই ওয়েবসাইটে এ বিষয়ে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে।
উল্লেখ্য, রাইট ইসু রুলস -২০০৬ এর ৩(এফ) ধারা মতে, কোম্পানির কোনও পরিচালক ঋণ খেলাপী হলে সে কোম্পানি রাইট শেয়ার ছাড়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২, ২০১৩)