কাকার গোলে হাসলো মিলান
দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির সিরি ‘আ’তে জয় পেয়েছে এসি মিলান। শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান খেলোয়াড় কাকার গোলে তারা ৩-১ গোলে হারিয়েছে কাতানিয়াকে। এর মধ্যদিয়ে লিগে ছয় ম্যাচ পর জয়ের মুখ দেখেছে দলটি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেলতিককে হারানোর পর ছন্দে রয়েছে মিলান। কিন্তু কাতানিয়ার মাঠে শুরুতে ধাক্কা খায় তারা। ১৩ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।গোল করেন লুকাস কাস্তো।
গোল হজম করেই চুপসে যায়নি মিলান। ১৯ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। নিশানাভেদ করেন মন্তোলিভো। এই অর্ধে ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় দু দল।
বিশ্রামের পর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও জয় পেতে সমস্যা হয়নি মিলানের। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিও বালোতেল্লি। আর ৮১ মিনিটে দলের জয় নিশ্চিত করেন কাকা।
১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে মিলান। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার আগে জুভেন্টাস।
(দ্য রিপোর্ট/সিজি/ডিসেম্বর ২, ২০১৩)