লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে সোমবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ৩০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাজারের দক্ষিণ দিক থেকে অবরোধের সমর্থনে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজারের উত্তর দিক থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কমলনগর থানার ওসি মোঃ হুমায়ূন কবির, কনস্টেবল আবুল কাশেমসহ ৫ পুলিশ সদস্য ও উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের কড়ইতলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর দোকানপাট, ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনার পর এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেডআইএস/এইচএস/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)