দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের স্টার কাবাবের সামনে ইটিসিএল পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনাটি ঘটে। বাসটি গুলিস্তান থেকে মিরপুরের দিকে যাচ্ছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিলুফা ইয়াসমিন দ্য রিপোর্টকে জানান, বাসটির আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু বাসটি পুরোপুরি ভস্মীভুত হয়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/ডি/এমসি/ডিসেম্বর ০২, ২০১৩)