রাঙ্গামাটির ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ব্রাশফায়ার, গুলিবিদ্ধ ২
চট্টগ্রাম সংবাদদাতা : রাঙ্গামাটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে বহনকারী স্পীডবোট লক্ষ্য করে ব্রাশফায়ার করেছে দুর্বৃত্তরা। এতে জেলা প্রশাসক কার্যালযের দুই কর্মচারী আহত হয়েছেন। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদ অক্ষত আছেন।
লংগদু উপজেলার কাট্টলী নামক স্থানে সোমবার বিকেল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। আহতেরা হলেন জেলা প্রশাসক কার্যালযের কানুনগো বাচ্চু মনি চাকমা ও বোটচালক মো. নাছির উদ্দিন। তারা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা পুলিশ সুপার আমেনা বেগম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।। তবে এ ঘটনায় কারা জড়িত তা তিনি জানাতে পারেননি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদ দ্য রিপোর্টকে জানান, সকালে বাঘাইছড়ি উপজেলার আমতলী জামে মসজিদের সীমানা বিরোধ সংক্রান্ত জমি পরিমাপের কাজে যান তিনি। কাজ শেষে কাপ্তাই হ্রদে স্পীডবোটে রাঙামাটি ফেরার পথে লংগদু উপজেলার কাট্টলী নামক স্থানে দুটি বোট থেকে ব্রাশফায়ার শুরু হয়।
তিনি আরো জানান, ব্রাশাফায়ারে বোটচালক কাঁধে ও বোটে থাকা কানুনগো রানে গুলিবিদ্ধ হন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ০২, ২০১৩)