দ্য রিপোর্ট ডেস্ক : বাংলা একাডেমির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার একাডেমি কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হবে। তারপর বিকেল ৪টায় একাডেমির রবীন্দ্র চত্বরে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাচ্যবিদ্যা চর্চা (১৭৮৫-১৮২০)’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০২, ২০১৩)