তেলাঙ্গানায় যুক্ত হচ্ছে আরো দুই জেলা
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের প্রস্তাবিত তেলাঙ্গানা প্রদেশে নতুন করে আরো দুইটি জেলা অন্তর্ভূক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সোমবার প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী এ রাজনৈতিক সিদ্ধান্ত নেন।
আগের ১০ টি জেলার সঙ্গে যুক্ত নতুন দুইটি জেলা হবে অনন্তপুরের রেয়ালাসীমা এবং কুরনোল। এতে অঞ্চলটি রেয়ালা–তেলাঙ্গানা হিসেবে পরিচিত হবে। আগামী বুধবার মন্ত্রীসভার অনুমোদনের পর সংশোধিত প্রস্তাবটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানোর হবে।
অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া নতুন এ প্রদেশটির লোকসভায় ২১ টি আসন এবং রাজ্যসভায় ১৪৭ টি আসন রাখার কথা রয়েছে।
সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রেয়ালা-তেলাঙ্গানা প্রদেশ গঠনকে কংগ্রেস ওই অঞ্চলে তাদের প্রভাব সৃষ্টি করার একটি উপায় হিসেবে বিবেচনা করছে।
(দ্য রিপোর্ট/এআইএম/ডিসেম্বর ০৩, ২০১৩)