বরিশালে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ
বরিশাল সংবাদদাতা : পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, অটোরিকশায় অগ্নিসংযোগের মধ্যদিয়ে বরিশালে চলছে ১৮ দলের ডাকা অবরোধের চতুর্থদিন। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল করছে। নগরীতে যান চলাচল স্বাভাবিক আছে।
সকাল ৭টায় পশ্চিম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে ছাত্রদল কর্মীরা গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করে। এসময় তারা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। অপরদিকে নথুল্লাবাদ পুলের কাছে ছাত্রদলকর্মীরা গাছের গুঁড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ এক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদলকর্মীরা।
নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় একটি অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। তবে পুলিশের টহল বাড়ানোয় মহাসড়কের কোথায়ও দাঁড়াতে পারেনি অবরোধকারীরা।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ৭শ পুলিশের পাশাপাশি র্যাবের টহল দল রয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/এপি/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)