দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রাবাড়ী চৌরাস্তায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দুইটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শী সুজন জানান, হঠাৎ করেই কে বা কারা প্রায় ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি তারা গাড়ি ভাঙচুর ও দুইটি অটোরিকশাতেও আগুন দেয়্। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় ছয়জন পথচারীও আহত হয় বলে জানান সুজন।

ঘটনাস্থল থেকে পুলিশ বেশকিছু পটকা উদ্ধার করে এবং ৩ জনকে আটক করে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।

যাত্রাবাড়ী থানার এসআই সুভাশিষ জানান, ঘটনা সস্পর্কে আমরা শুনেছি তবে অফিসাররা কেউ থানায় না আসায় বিস্তারিত কোনো তথ্য দিতে পারছি না।

এছাড়া সকাল সাড়ে ৬টায় ডেমরা এলাকায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলাম অবরোধের পক্ষে একটি লাঠি মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটিতে প্রায় ৫০-৬০ জন অংশগ্রহণ করে। তবে পুলিশ আসার আগেই তারা মিছিল শেষে চলে যায়। পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/ডি/এফএস/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)